জটিল প্রশ্নের সরল উত্তর: :)

১। জিন্সের পকেটের ওপরের এই ছোট পকেটের উদ্দেশ্য কী?

জিন্সের এই পকেটটা এতোই ছোট যে এখানে কিছুই রাখা যায় না। এজন্য স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কেন এই পকেট। এর উত্তরের জন্য আমাদের তাকাতে হবে অতীতে। ১৯ শতকে যখন জিন্সের প্রচলন শুরু হয় তখন হাতঘড়ির ব্যবহার ছিল না। তখন ব্যবহৃত হতো পকেট ঘড়ি। এই ছোট পকেটটি মূলত পকেট ঘড়ি রাখার জন্যই বানানো হয়েছিল। বর্তমানে পকেট ঘড়ির চল না থাকলেও এই ডিজাইনটি রয়ে গেছে।

২। বলপেনের খাপের মধ্যে কেন ছিদ্র থাকে?

অনেকের ধারণা, বলপেনের খাপের মাথায় যে ছিদ্র থাকে তা ভেতরের বায়ুচাপ রক্ষা করতে দেয়া হয় যাতে কালি না বেরিয়ে যায় কিন্তু এর মূল কারণ  আসলে ভিন্ন এটি দেয়া হয় মূলত শ্বাসরোধের কারণে মৃত্যুর ঝুঁকি কমাতে কারণ, শিশুদের ক্ষেত্রে খাপ গিলে ফেলার প্রবণতা প্রবল আর সে ক্ষেত্রে এই ক্ষুদ্র ছিদ্রটি জীবন ও মৃত্যুর মাঝে অনেক বড় ভূমিকা রাখতে পারে  

৩। টাকা জমানোর মাটির ব্যাংককে “পিগি ব্যাংক” কেনো বলা হয়? এর সাথে কি শূকরের সম্পর্ক রয়েছে?

না, পিগি ব্যাংকের সাথে পিগ বা শূকরের সম্পর্ক নেই মধ্যযুগীয় ইংল্যান্ডে মানুষ টাকা জমাতো মাটির পাত্রে এই পাত্রগুলোকে বলা হতো  Pygg Bank  সেই Pygg এর অর্থ ছিল- কমলা রঙের মাটি কালের বিবর্তনে সেই পাত্রগুলো বিলুপ্ত হয়ে যায় কিন্তু রয়েছে যায় নামটি
ঘুরে আসুন: ১০ স্বপ্নবাজ: বয়সের চেয়ে এগিয়ে যাদের গতি!
শব্দটির সেই ব্যবহারিক অর্থ হারিয়ে গেলে মানুষ একে কাছাকাছি উচ্চারণের Pig  এর সাথেই সম্পর্কিত করে ফেলে এবং পরবর্তীতে মাটির ব্যাংকগুলোও শূকরছানার মতো আকারে বানানো শুরু হয়

৪। কিবোর্ডে F ও J এর ওপরে হালকা উঁচু একটা বৃত্ত বা ড্যাস থাকে কেন?

কারণ ১০ আঙুলের টাইপিং-এ F ও J কে ধরা হয় “হোম কি” হিসেবে এটাই যথাক্রমে বাম ও ডান তর্জনী রাখার স্থান তাই এই উঁচু বৃত্ত বা ড্যাস দেয়া হয় যাতে কি-বোর্ডের দিকে তাকানো ছাড়াই আঙুল সঠিক কি-তে নিয়ে যাওয়া যায়

৫। বিমানের জানালার নিচের ছোট ছিদ্র কেন দেয়া হয়?

এই ছিদ্রের কারণ দু’টো প্রথমত, বায়ুচাপের তারতম্যে যাতে কাঁচের ক্ষতি না হয় কারণ, বিমান ওঠা-নামার সময় অতি দ্রুত বায়ুচাপের পরিবর্তনের সম্মুখীন হয় দ্বিতীয়ত, যাতে বিমানের জানালা বাষ্পে ঘোলা না হয়ে যায়

৬। অনেক পোশাকের সাথে এক টুকরো অতিরিক্ত কাপড় কেন দেয়া হয়?

দেখা যায় স্যুট,প্যান্ট ও অন্যান্য অনেক পোশাকের সাথে একটি ছোট অতিরিক্ত এক টুকরো কাপড় দেয়া হয়পোশাকটি যে কাপড়ের হয়ে থাকে, সেই টুকরোটিও একই কাপড়ের হয়ে থাকে

৭। খাবারের মোড়কের নিচে যে বিভিন্ন রঙের বৃত্ত থাকে, সেগুলোর অর্থ কি?

অনেক মোড়ককৃত খাবারের প্যাকেটের নিচের দিকে লালনীলসহ বিভিন্ন রঙের বৃত্ত দেখা যায়। অনেক সময় এটিকে বক্স আকারেরও দেখা যায়। এর সাথে অবশ্য খাবারের কোনো সম্পর্ক নেই। এটির ব্যবহার অন্য কাজে। মূলত প্যাকেটটির প্রিন্টিং এর জন্য যে রঙের কালিগুলো ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করা হয় এই চিহ্নগুলোর দ্বারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Amazing Historical place Godkhali, Jhikargacha, Jessore

HISTORY OF KHULNA

এয়ারটেল সিমে ফ্রিতে নিয়েনিন ১ জিবি ৪ জি ইন্টারনেট।